Most Popular Bangla Movie Bojhena Se Bojhena, "Bojhe Na Se Bojhe Na" Title Song Lyrics in Bangla Language
"বোঝেনা সে বোঝেনা" কলকাতা বাংলা সিনেমার টাইটেল গান "বোঝেনা সে বোঝেনা" গানের বাংলা ভাষায় লিরিক
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnTQYfrvjCBqHpXIN57sTmlI78io_3bAFatP8VbbZvGk2oRsjWurxET5fl8r8DsfZsNfmDk6Hzkbt99_7OUxAO1bGt1z1o1wEEeHAzuU5G5WLx3o9AMQcAZN5eCWCrTuTbrB9_6t52oC-1/s1600/Bojhena+Se+Bojhena+Poster.jpg)
"বোঝেনা সে বোঝেনা" কলকাতা বাংলা সিনেমার টাইটেল গান "বোঝেনা সে বোঝেনা" গানের বাংলা ভাষায় লিরিক
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnTQYfrvjCBqHpXIN57sTmlI78io_3bAFatP8VbbZvGk2oRsjWurxET5fl8r8DsfZsNfmDk6Hzkbt99_7OUxAO1bGt1z1o1wEEeHAzuU5G5WLx3o9AMQcAZN5eCWCrTuTbrB9_6t52oC-1/s1600/Bojhena+Se+Bojhena+Poster.jpg)
Song : Bojhena Se Bojhena (বোঝেনা সে বোঝেনা)
Music : Indraadip Dasgupta.
Singer : Arijit Singh.
Lyrics : Prosen.
Lyrics in Bengal :-
বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধ মেখে থাকতে
কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায় !
তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিছে তেষ্টা
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায় !
বোঝেনা সে বোঝেনা বোঝেনা সে বোঝেনা
বোঝেনা সে বোঝেনা , বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা ...
পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে
তার অন্য অন্য ডাকনাম ,
তাকে নিত্য নতুন যত্নে কে সাজায় !
সব স্বপ্ন সত্যি হয় কার ?
তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দুচোখ যায় !
বোঝেনা সে বোঝেনা , বোঝেনা সে বোঝেনা !
বোঝেনা সে বোঝেনা , বোঝেনা সে বোঝেনা !
বোঝেনা বোঝেনা বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা ...
আজ সব সত্যি মিথ্যে দিন বলছে যেতে যেতে
মন গুমড়ে গুমড়ে মরছে কি উপায় !
জানি স্বপ্ন সত্যি হয় না , তবু মন-ও মানতে চায় না
কেন এমন রাত্রি নামছে জানলায় !
বোঝেনা সে বোঝেনা , বোঝেনা সে বোঝেনা !
বোঝেনা সে বোঝেনা , বোঝেনা সে বোঝেনা !
বোঝেনা বোঝেনা বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা ...
এটা গল্প হলেও পারতো
পাতা একটা আধটা পড়তাম !
খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে !
জানি আবার আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা
ফের চলে যাবে করে একলা আমাকে |
বোঝেনা সে বোঝেনা , বোঝেনা সে বোঝেনা !
বোঝেনা সে বোঝেনা , বোঝেনা সে বোঝেনা !
বোঝেনা বোঝেনা বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা ...
No comments:
Post a Comment